News71.com
 Bangladesh
 25 Apr 20, 05:58 PM
 837           
 0
 25 Apr 20, 05:58 PM

চলন বিলে ধান কেটে কৃষকদের উৎসাহিত করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক॥

চলন বিলে ধান কেটে কৃষকদের উৎসাহিত করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক॥

নিউজ ডেস্কঃ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নাটোরের সিংড়া উপজেলার চলনবিল এলাকায় পরিদর্শন করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার (২৫ এপ্রিল) দুপরে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কৃষকদের ধান কেটে তাদের উৎসাহিত করেন। দুপুরে সিংড়া উপজেলার ছাতারদিঘী, রামানন্দ খাজুরা ও সুকাশ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় তিনি বিভিন্ন এলাকায় পরিদর্শন করে ৪২ জন কৃষককে ২ বান্ডিল টিন ও ৩ হাজার করে টাকা প্রদান করেন। পাশপাশি কৃষকদের উৎসাহিত করতে তাদের সাথে ধান কাটেন। জুনাইদ আহমেদ পলক জানান, ৩টি ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। তালিকা শেষ হলে প্রনোদনা সহ সব ধরনের সহায়তা প্রদান করা হবে।২২ এপ্রিল সন্ধ্যায় সিংড়া উপজেলার ছাতারদিঘী, রামানন্দ খাজুরা ও সুকাশ ইউনিয়নের শিলাবৃষ্টিতে প্রায় ২৯০০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন