News71.com
 Bangladesh
 25 Apr 20, 11:11 AM
 989           
 0
 25 Apr 20, 11:11 AM

রাজশাহীতে রেলের তেল চুরির মামলায় সাসপেন্ড হওয়া প্রকৌশলী গ্রেফতার॥

রাজশাহীতে রেলের তেল চুরির মামলায় সাসপেন্ড হওয়া প্রকৌশলী গ্রেফতার॥

নিউজ ডেস্কঃ রাজশাহীতে রেলওয়ের তেল চুরির ঘটনায় সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) হওয়া সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী আবুল হাসানকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজশাহী রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। আরএনবি’র কমান্ড্যান্ট মোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দুপুরে রেলওয়ে স্টেশন এলাকায় ট্যাংকলরি থেকে এই তেল চুরির ঘটনা ঘটে। এসময় যমুনা ওয়েল কোম্পানির ডিপো ইনচার্জ আমজাদ হোসেন, লরির হেলপার ইলিয়াস হোসেন, যমুনা অয়েলের কর্মচারী মুকুল আলীকে আটক করা হয়। তেল চুরির ঘটনায় ওইদিনই সিনিয়র সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আবুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন