News71.com
 Bangladesh
 24 Apr 20, 11:02 PM
 838           
 0
 24 Apr 20, 11:02 PM

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ ‘স্বল্প মূল্যের বিক্রয় কেন্দ্র’ চালু করল পুলিশ॥

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ ‘স্বল্প মূল্যের বিক্রয় কেন্দ্র’ চালু করল পুলিশ॥

নিউজ ডেস্কঃ লকডাউনকালীন ঘরবন্দি মানুষের সহায়তায় বগুড়ার শেরপুরে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র চালু করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে বগুড়া জেলা পুলিশের উদ্যোগে চালু হওয়া এসব বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়। পৌরশহরের ধুনট মোড় এলাকায় বিক্রয়কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো. গাজীউর রহমান। এসময় শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদসহ পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান বলেন, ঘরবন্দি মানুষের কাছে স্বল্পমুল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে শেরপুর পৌর এলাকার নয়টি ওয়ার্ডে পুলিশের তত্ত্বাবধানে গাড়ি থেকে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে নিত্যপণ্য চিনি, লবণ, তেল, ডাল, আলু, পেঁয়াজসহ ১৯টি পণ্য বিক্রি করা হবে। এসব পণ্যের মূল্য বাজার মূল্যের চেয়ে কম। তিনি আরও বলেন, হাতের কাছে প্রয়োজনীয় জিনিস পেলে লকডাউন চলাকালে মানুষের বাজারে যাবার প্রবণতা কমবে। যার ফলে করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধ করা সম্ভব হবে। এছাড়া সকলকে ঘরে থাকতে অনুরোধ করেন পুলিশের এই কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন