নিউজ ডেস্কঃ রাজশাহীতে তেল চুরির সময় এক কর্মকর্তাসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। এ ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের এক কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে পশ্চিমাঞ্চল নিরাপত্তা বাহিনীর ঊর্ধতন কর্মকর্তা মোরশেদ আলমের নেতৃত্বে রাজশাহী রেলওয়ে ডিপোতে অভিযান পরিচালনা করা হয়।এ সময় ঘটনাস্থল থেকে চুরির পাঁচ হাজার লিটার তেল ও ট্যাংকার ট্রাকসহ ৩ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।এ ঘটনায় পশ্চিমাঞ্চল রেলের উপ-সহকারী প্রকৌশলী আবদুল হাসানকে সাময়িকভাবে বরখাস্তের পাশাপাশি তার সম্পৃক্ততাও তদন্ত করছে কর্তৃপক্ষ। পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক আহসান হাবিব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।