News71.com
 Bangladesh
 18 Apr 20, 01:15 PM
 1021           
 0
 18 Apr 20, 01:15 PM

শুধুমাত্র জয়পুরহাট জেলাতেই আলুর উৎপাদন প্রায় ১০ লাখ মেট্রিক টন॥

শুধুমাত্র জয়পুরহাট জেলাতেই আলুর উৎপাদন প্রায় ১০ লাখ মেট্রিক টন॥

নিউজ ডেস্কঃ খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে চলতি মৌসুমের আলুর মাড়াই কার্যক্রম সমাপ্ত হয়েছে। চলতি ২০১৯-২০ মৌসুমে আলুর উপাদন হয়েছে ৯ লাখ ৪৬ হাজার ৭শ মেট্রিক টন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ২০১৯-২০ মৌসুমে জেলায় ৩৭ হাজার ৯১৭ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হলেও চাষ হয়েছে ৩৮ হাজার ৩২৫ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪০৮ হেক্টর অতিরিক্ত। এতে আলুর উপাদন হয়েছে ৯ লাখ ৪৬ হাজার ৭শ মেট্রিক টন। তরকারির জন্য উৎকৃষ্ট মানের কৃষি পণ্য হচ্ছে আলু। এতে রয়েছে প্রচুর পরিমাণে শর্করা। মাটির গুণাগুন অনুযায়ী জয়পুরহাটের মাটি আলু চাষের জন্য উত্তম। আলু চাষের উপযোগী আবহাওয়া ও প্রাকৃতিক কোন সমস্যা না থাকায় এবারে আলুর বাম্পার ফলন হয়েছে। আলুর দাম ভাল পাওয়ায় কৃষকরাও খুশি। আলু সংরক্ষণের জন্য প্রায় দেড় লাখ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন জেলার ১৬ টি কোল্ড স্টোরেজ রয়েছে ।

কৃষি বিভাগ আরো জানায়, জেলায় আলু চাষ সফল করতে কৃষক পর্যায়ে প্রশিক্ষণসহ উপ-সহকারি কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মনিটরিং ও কৃষকদের পরামর্শ প্রদান করে। বিএডিসির পক্ষ থেকে কৃষকদের মাঝে উন্নত জাতের আলু বীজ সরবরাহ করা হয় এবং ফেব্রুয়ারি মাসে জেলার উপর দিয়ে বয়ে চলা শৈত্য প্রবাহে আলু ক্ষেতের যাতে ক্ষতি না হয় সে জন্য কৃষক পর্যায়ে পরামর্শ প্রদান করার পাশাপাশি মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করেন বলে জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ স ম মেফতাহুল বারি। অন্যান্য বছর আলু তোলার সময় দাম কমে ৬ থেকে ৭ টাকা কেজি দরে বিক্রি হলেও এবার বাজারে আলু প্রকার ভেদে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত কেজি বিক্রি হওয়ায় কৃষকরা খুশি বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন