News71.com
 Bangladesh
 16 Apr 20, 11:09 AM
 977           
 0
 16 Apr 20, 11:09 AM

বগুড়ায় যুবলীগ নেতার মজুত করা ৬২ বস্তা চাল জব্দ॥ আটক ২

বগুড়ায় যুবলীগ নেতার মজুত করা ৬২ বস্তা চাল জব্দ॥ আটক ২

নিউজ ডেস্কঃ বগুড়ার গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মঞ্জুরুল ইসলামের হেফাজত থেকে কালোবাজারির মাধ্যমে মজুত করা খাদ্যবান্ধব কর্মসূচির ৬২ বস্তা চাল জব্দ করা হয়েছে। সরকারি চাল কালোবাজারি এবং মজুতদারির সঙ্গে জড়িত থাকায় আটক করা হয়েছে রুবেল মিয়া ও নজরুল ইসলাম নামে যুবলীগ নেতার দুই সহযোগীকে। অপর এক ঘটনায় বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ীর ডিলার ওয়াজেদ হোসেনের ডিলারশীপ এবং জামানতের টাকা বাতিল করে ২লাখ ১৫ হাজার ৪২২ টাকা জরিমানা করে ৭ কার্য দিবসের মধ্যে সরকারি খাতে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে গাবতলী মডেল থানা পুলিশ উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম মগড়াপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ৬২ বস্তা সরকারি চালসহ দুজনকে আটক করে। আটক রুবেল এবং নজরুল একই গ্রামের বাসিন্দা। তবে অভিযানের খবর পেয়ে গা ঢাকা দিয়েছেন যুবলীগ নেতা মঞ্জুরুল ইসলাম। তিনি উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ইসমত আরা লিমার স্বামী। গাবতলী মডেল থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, স্ত্রী ইসমত আরার সহযোগিতায় যুবলীগ নেতা মঞ্জুরুল দীর্ঘদিন ধরে খাদ্যবান্ধব কর্মসূচি ছাড়াও ত্রাণের চাল কালোবাজারি এবং টিআর-কাবিখা কর্মসূচির চাল কেনাবেচায় জড়িত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন