News71.com
 Bangladesh
 15 Apr 20, 10:37 PM
 1017           
 0
 15 Apr 20, 10:37 PM

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত এক শিশু॥আহত ২

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত এক শিশু॥আহত ২

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে মোঃ মুনিব হোসেন নামে (১২) এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা-বাবাও আহত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে কাল বৈশাখী ঝড়ের সময় বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিশুটি মারা যায়। নিহত শিশু উপজেলার দূর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের জামরুল আলীর ছেলে । এঘটনায় আহত নিহত শিশুর মা মুক্তারা বেগম ও বাবা জামরুল আলী। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা করবো। তিনি আরো জানান, শিশু মুনিরের পিতা-মাতাকে আহত অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং তারা দুজনই চিকিৎসাধীন রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন