নিউজ ডেস্কঃ পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলীকে ২২৯ বস্তা ভিজিডির চালসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার রাতে উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের বাঁধেরহাট এলাকায় তার ব্যক্তিগত গুদাম থেকে চালের বস্তাসহ তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে র্যাবের একটি দল মাসুমদিয়া ইউনিয়নের বাঁধেরহাটের একটি গুদামে অভিযান চালায়। গুদামটি ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান আলীর। সেখানে ২২৯ বস্তা ভিজিডির চাল পাওয়া যায়। এ সময় র্যাব কোরবান আলীকে আটক এবং চাল জব্দ করে। পরে রাত সাড়ে ১১টার দিকে চালসহ তাকে আমিনপুর থানায় সোপর্দ করা হয়।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার আমিনুল কবির তরফদার বলেন, ‘ঢালারচর ইউপি কার্যালয় থাকা সত্ত্বেও সরকারি চাল সেখানে না রেখে ইউপি চেয়ারম্যান তার নিজ গুদামে এনে রেখেছেন। গুদামটি অপর একটি ইউনিয়নে অবস্থিত। এ বিষয়টি সরকারি বিধির পুরোপুরি লঙ্ঘন। এ জন্য চেয়ারম্যান কোরবান আলীকে চালসহ আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।