News71.com
 Bangladesh
 12 Apr 20, 10:30 AM
 1210           
 0
 12 Apr 20, 10:30 AM

২৫ টন সরকারি চালসহ জয়পুরহাটে আ.লীগ নেতা আটক॥

২৫ টন সরকারি চালসহ জয়পুরহাটে আ.লীগ নেতা আটক॥

নিউজ ডেস্কঃ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজার এলাকার একটি গোডাউন থেকে ২৫.৪৪ টন অর্থাৎ ২৫ হাজার ৪৪০ কেজি বিভিন্ন প্রকল্পের অধীনে বরাদ্দকৃত সরকারি চাল জব্দ করেছে র‌্যাব সদস্যরা।শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় এসব চাল জব্দ করার পাশাপাশি ওই গোডাউন মালিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল ইসরাইল জুবেলকে আটক করে র‌্যাব। আটক আওয়ামী লীগ নেতা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নজির উদ্দিন আহমেদের ছেলে।জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, সন্ধ্যায় আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই নেতার গোডাউন থেকে বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পের অধীনে বরাদ্দকৃত বিপুল পরিমাণ চাল জব্দ করা হয়।বর্তমান দুর্যোগপূর্ণ সময়ে সরকার কর্তৃক বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত সরকারি চাল কৌশলে অবৈধভাবে মজুদ করে চড়া দামে বিক্রয় করার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে আটক আল ইসরাইল জুবেল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন