News71.com
 Bangladesh
 25 Mar 20, 11:02 AM
 954           
 0
 25 Mar 20, 11:02 AM

রাজশাহীতে বাস-ট্রাক সংঘর্ষ।। নিহত ২, আহত ১৫

রাজশাহীতে বাস-ট্রাক সংঘর্ষ।। নিহত ২, আহত ১৫

নিউজ ডেস্কঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। বুধবার ভোর ছয়টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বিজয়নগর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী বাসটি উল্টে যায়। ট্রাকটিও গাছের সঙ্গে লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও ১৫ জন আহত হন। পরে গোদাগাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে পাঠায়। পুলিশের ধারণা নিহত দু'জনই চালক। লাশ দু'টি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারেনি পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন