নিউজ ডেস্ক: অপ্রয়োজনীয় মজুদ ও কৃত্রিম মূল্য বৃদ্ধি ঠেকাতে নাটোরে খুচরা পর্যায়ে ২০ কেজির বেশি চাল বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। ২০ মার্চ, শুক্রবার সকাল থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। শহরের কানাইখালী প্রধান বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা এ নির্দেশ দেন। একই সাথে প্রশাসনের কর্মকর্তারা কাঁচা বাজারগুলোতে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করে দেন। কর্মকর্তারা আরও বলেন, কেউ যদি এই আইন মান্য না করে তবে তার বিরুদ্ধে আইনানুরাগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অভিযোগ উঠেছে, সকাল থেকেই নাটোরের বিভিন্ন বাজারে ৫০ টাকার রসুন ১০০ টাকায় এবং ৪০ টাকার পেঁয়াজ ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।