News71.com
 Bangladesh
 03 Feb 20, 10:35 PM
 778           
 0
 03 Feb 20, 10:35 PM

রাজশাহীতে দেশের তৃতীয় ফরেনসিক ল্যাব’র উদ্বোধন॥

রাজশাহীতে দেশের তৃতীয় ফরেনসিক ল্যাব’র উদ্বোধন॥

নিউজ ডেস্কঃ ঢাকা ও চট্টগ্রামের পর এবার উত্তরের বিভাগীয় শহর রাজশাহীতে ‘ফরেনসিক ল্যাব’র উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবের উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। রাজশাহী পুলিশ লাইন্সের ভেতরে একটি ভবনে এই ল্যাব স্থাপন করা হয়েছে। এখন থেকে এই ল্যাবেই রাজশাহী ও রংপুর বিভাগের মামলার আলামত তদন্ত করবে সিআইডি। ফলে তাদের আর ঢাকায় ছুটতে হবে না। ৫১ জন জনবল নিয়ে সোমবার থেকেই রাজশাহীর ল্যাবে কার্যক্রম শুরু হয়েছে। রাজশাহী সিআইডি কার্যালয় থেকে জানানো হয়েছে, উত্তরাঞ্চলে এতদিন সিআইডির কোনো ফরেনসিক ল্যাব ছিলো না। তাই আলামত পাঠাতে হতো ঢাকা। এখন থেকে নয় ধরনের পরীক্ষার জন্য আর ঢাকায় যেতে হবে না। এর মধ্যে পরীক্ষাগারটিতে রাসায়নিক, ব্যালিস্টিকস, হস্তলিপি, ফিঙ্গারপ্রিন্ট, অনুবীক্ষণ, ফুট প্রিন্ট ও জালনোট শনাক্ত করার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রাসায়নিক পরীক্ষাগারে ভিসেরা, নারকোটিক ও এসিড টেস্টসহ আরও কয়েকটি আইটেম পরীক্ষা করা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন