News71.com
 Bangladesh
 31 Dec 19, 06:35 PM
 884           
 0
 31 Dec 19, 06:35 PM

রাজশাহীতে থার্টিফার্স্ট নাইটে উচ্ছৃঙ্খলতা পরিহারের আহবান আরএমপির॥

রাজশাহীতে থার্টিফার্স্ট নাইটে উচ্ছৃঙ্খলতা পরিহারের আহবান আরএমপির॥

নিউজ ডেস্কঃ থার্টিফার্স্ট নাইট উদযাপনের লক্ষে মহানগর জুড়ে প্রতিবারের মতো এবারও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া ইংরেজি নতুন বছর-২০২০ উদযাপনের জন্য রাজশাহীবাসীর প্রতি বেশকিছু নির্দেশনা দিয়ে পুলিশের পক্ষ থেকে মাইকিংও করা হয়েছে। এতে উচ্ছৃঙ্খলতা পরিহার করে শান্তিপূর্ণভাবে থার্টিফার্স্ট নাইট উদযাপনের আহ্বান জানানো হয়েছে। আরএমপির নির্দেশনায় বলা হয়, মঙ্গলবার বিকেলের পর থেকে কোনোভাবেই পটকা বা আতশবাজি ফুটানো যাবে না। হাসপাতাল ও ক্লিনিকসহ স্পর্শকাতর স্থানগুলোর আশেপাশে উচ্চ শব্দে সাউন্ড বক্স বা মাইক ব্যবহার করা যাবে না। এছাড়া রাজশাহী মহানগর এলাকায় সব ধরনের অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। পুলিশের অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই খোলা স্থানে বা বাড়ির ছাদের ওপর অনুষ্ঠান বা কনসার্ট করা যাবে না। সন্ধ্যার মধ্যেই থার্টিফার্স্ট নাইট উদযাপন অনুষ্ঠান শেষ করতে হবে। না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন