News71.com
 Bangladesh
 22 Dec 19, 01:50 PM
 926           
 0
 22 Dec 19, 01:50 PM

বগুড়ায় পাঁচ ক্যাটাগরিতে ৩৮ পুলিশ সদস্য পুরস্কৃত ।।

বগুড়ায় পাঁচ ক্যাটাগরিতে ৩৮ পুলিশ সদস্য পুরস্কৃত ।।

নিউজ ডেস্কঃ বগুড়ায় পাঁচ ক্যাটাগরিতে এবার নভেম্বর মাসের কর্ম সম্পাদনে ৩৮ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে মাসিক কল্যাণ এবং অপরাধ সভায় জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইঞা তাদের পুরস্কৃত করেন।

অনুষ্ঠানে চৌকস কার্যসম্পাদন, মাদক উদ্ধার, আগ্নেয়াস্ত্র উদ্ধার ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনসহ পাঁচ ক্যাটাগরিতে সেরা পুলিশ সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপারদের মধ্যে আরিফুর রহমান মন্ডল ও আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে গাজীউর রহমান, সহকারী পুলিশ সুপারদের মধ্যে কে এইচএম এরশাদ ও রাজিউর রহমান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদত আলম ঝুনুসহ জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন। জেলা পুলিশের মিডিয়া বিভাগের প্রধান এবং অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী  জানান, পাঁচ ক্যাটাগরিতে ৩৮ পুলিশ সদস্যের মধ্যে কনস্টেবল থেকে শুরু করে সার্কেল অফিসারদের পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। চৌকস কার্য সম্পাদন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান, গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী। উপ-পরিদর্শকদের (এসআই) মধ্যে সদর থানার জাহিদুল ইসলাম, গাবতলী মডেল থানার কান্তি কুমার মোদক, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের আনিসুর রহমান ও সহকারি উপ-পরিদর্শকদের (এ এস আই) মধ্যে বগুড়া ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির আহসান হাবীব, শাজাহানপুর থানার আলম মিয়া, সদর থানার ইলিয়াস হোসেন এবং জেলা বিশেষ শাখার কনস্টেবল গোলাম মোস্তফা পুরস্কৃত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন