News71.com
 Bangladesh
 18 Dec 19, 11:06 AM
 810           
 0
 18 Dec 19, 11:06 AM

রাজাকারের তালিকা ।। রাজশাহীতে সমালোচনার ঝড়, মানববন্ধন

রাজাকারের তালিকা ।। রাজশাহীতে সমালোচনার ঝড়, মানববন্ধন

নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে রাজাকারের তালিকা প্রকাশের পর এর অসঙ্গতি নিয়ে রাজশাহীতে সমালোচনার ঝড় বইছে। রাজাকারসহ স্বাধীনতাবিরোধীদের তালিকা নিয়ে প্রশ্ন উঠেছে রাজশাহীতেও। তালিকাভুক্ত হওয়া স্বাধীনতাবিরোধীদের বেশ ক’টি নাম নিয়ে দেখা দিয়েছে ঘোর অসঙ্গতি। গত ১৫ ডিসেম্বর প্রকাশিত রাজাকারের তালিকায় রাজশাহী বিভাগের ১৫৪ জনের নাম রয়েছে। এতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর রাজশাহীর কৃতি সন্তান অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুসহ পাঁচজনের নাম এসেছে। অথচ এ পাঁচজন এবং তাদের পরিবারের সদস্যরা ৭১'র যুদ্ধের সময় থেকে স্বাধীনতার পক্ষের শক্তি ও আদর্শের মানুষ। তাই ওই তালিকাটি নিয়ে অসঙ্গতি দেখা দিয়েছে। ফলে তালিকাটি পুনর্বিবেচনা করে ফের সংশোধনের দাবি উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে রাজশাহীর ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধারাও সংহতি প্রকাশ করেন। মানববন্ধন চলাকালে সেখানে সমাবেশও অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রকাশিত ওই তালিকার তীব্র সমালোচনা করেন মুক্তিযোদ্ধারা।

মুক্তিযোদ্ধারা বলেন, রাজশাহীর সব মুক্তিযোদ্ধার কাছে আবদুস সালাম অত্যন্ত সম্মানী ব্যক্তি। মুক্তিযুদ্ধের সময় তার পরিবারের ঋণ কোনো দিন শোধ করা যাবে না। আর অ্যাডভোকেট টিপু মুক্তিযুদ্ধের একজন আজন্ম যোদ্ধা। তিনি এখনও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজাকারদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। আর অ্যাডভোকেট মহসিন ছাত্রনেতা হিসেবেই স্বাধীনতার আগে আন্দোলন করেছেন। সে জন্য তিনি দণ্ডিত হয়েছিলেন। কারাভোগ করেছেন। তাদের নাম রাজাকারের তালিকায় থাকায় মুক্তিযোদ্ধারা লজ্জিত, মর্মাহত। একইসঙ্গে ক্ষুব্ধ। কলকাতার ইসলামিয়া কলেজে পড়ার সময়ই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে পরিচয় হয়েছিল রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালামের। তারা দুজনেই থাকতেন বেকার হোস্টেলে। তখন থেকেই গভীর ঘনিষ্ঠতা। এরপর গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে দু’জনের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন