News71.com
 Bangladesh
 13 Dec 19, 01:30 PM
 816           
 0
 13 Dec 19, 01:30 PM

বগুড়ায় র‌্যাবের অভিযানে ছিনতাইকারী চক্রের ৯ সদস্য আটক ।।

বগুড়ায় র‌্যাবের অভিযানে ছিনতাইকারী চক্রের ৯ সদস্য আটক ।।

নিউজ ডেস্কঃ বগুড়ায় র‌্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৯ সদস্য আটক করেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১২ ক্যাম্পের একটি অভিযানিক দল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২টি ধারালো ছুরি, ২টি এন্ট্রি কার্টার, ১টি প্লাস, ১টি টেষ্টার, ১টি স্ক্রু-ড্রাইভার, ১টি রেঞ্জ ডাল, ৫টি ডাল, ১২টি ভাঙা ব্লেড এবং ৩টি মোবাইলসহ ছিনতাইকারী চক্রের মোট নয়জন সদস্যকে আটক করে। আটক নয়জন হলেন- বগুড়া সদর উপজেলার দত্তবাড়ী এলাকার মোঃ নূর ইসলামের ছেলে মোঃ রাজু (২৪), উত্তর চেলোপাড়া এলাকার মৃত টুকু ব্যাপারীর ছেলে মোঃ মনা ব্যাপারী (৩৫), মোঃ নান্নু মুন্সীর ছেলে মোঃ লিমন মুন্সী (৩২), নারুলী পশ্চিম পাড়া এলাকার মৃত মোসলেম ব্যাপারীর ছেলে মোঃ লিটন ব্যাপারী (৩২), বৃন্দাবন পাড়া এলাকার মোঃ পান্না প্রাং এর ছেলে মোঃ পলাশ প্রাং (৩০), চেলোপাড়া এলাকার মোঃ বুদা ব্যাপারীর ছেলে মোঃ মোজাম্মেল ব্যাপারী (৩০), মদনের ছেলে শ্রী রজন (২৮), মৃত মজিবর সরদারের ছেলে মোঃ আরিফ সরদার (২৫), উত্তর চেলোপাড়া এলাকার মোঃ ছলিম উদ্দিনের ছেলে মোঃ তসলিম উদ্দিন (৩৫)। র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রওশন আলী (সহকারী পুলিশ সুপার) জানান, আটক ছিনতাইকারীরা দীর্ঘদিন যাবৎ বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল মর্মে জানা যায়। এদের বিরুদ্ধে চুরি, দস্যুতা, ডাকাতি ও ছিনতাইয়ের বিভিন্ন মামলা রয়েছে বলে জানা গেছে। তিনি বলেন, আটক ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন