News71.com
 Bangladesh
 11 Dec 19, 05:56 PM
 976           
 0
 11 Dec 19, 05:56 PM

মহাসড়কে গাড়ির চাপায় থেঁতলে খণ্ড হয়ে যাওয়া মরদেহ উদ্ধার ।।

মহাসড়কে গাড়ির চাপায় থেঁতলে খণ্ড হয়ে যাওয়া মরদেহ উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে যানবাহনের চাকায় পিষ্ট হয়ে থেঁতলে যাওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) সকালে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর হাটের অদূরে পদ্মপুকুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় অজ্ঞাত ওই যুবক কোনো যানবাহনের চাপায় মারা যান। এরপর তার মরদেহের ওপর দিয়ে অসংখ্য যানবাহন যাতায়াত করে। এ কারণে মরদেহ থেঁতলে যায় এবং মহাসড়কে হাড় ও মাংস পড়ে থাকে। স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে হাইওয়ে পুলিশ মহাসড়ক থেকে মরদেহের খণ্ডগুলো উদ্ধার করে মর্গে পাঠায়। কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান বলেন, হাড়-মাংসের সঙ্গে নীল চেক শার্ট ও লুঙ্গি পাওয়া গেছে। যানবাহনের চাকায় পিষ্ট হয়ে থেঁতলে যাওয়ায় মরদেহ চেনা কষ্টকর হয়ে পড়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন