নিউজ ডেস্কঃ টিপু রাজাকারের রায়কে কেন্দ্র করে রাজশাহীতে নাশকতার পরিকল্পনা করার সময় জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে তাদের গ্রেফতার করা হয়।তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার গোলাম রুহুল কুদ্দুস এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের নামে থানায় মামলা ও অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।