News71.com
 Bangladesh
 20 Nov 19, 12:34 PM
 1061           
 0
 20 Nov 19, 12:34 PM

রাজশাহীতে পুরোদমে বাস চলাচলের ঘোষণা॥

রাজশাহীতে পুরোদমে বাস চলাচলের ঘোষণা॥

নিউজ ডেস্কঃ অবশেষে তিনদিনের মাথায় রাজশাহী থেকে সব রুটে বাস চলাচলের ঘোষণা দিয়েছেন মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী। বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী বাস টার্মিনালে তিনি এ ঘোষণা দেন। মোটরশ্রমিক ইউনিয়নের এ নেতা জানান, কিছু পরিবহন মালিক সরকারকে বেকায়দায় ফেলে পরিস্থিতি ঘোলাটে করতে চায়। কিন্তু মোটরশ্রমিক ইউনিয়ন তা হতে দেবে না। এ সময় তিনি শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। তবে এ ঘোষণার পর এখনও রাজশাহীতে পুরোদমে বাস চলাচল স্বাভাবিক হয়নি। এখনও বিভিন্ন রুটে সীমিতসংখ্যক বাস চলাচল করছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। নতুন পরিবহন আইনের ২৫ হাজার টাকা জরিমানা ও পাঁচ বছরের সাজার ভয়ে অনেকে তাদের বাস চলাচল বন্ধ রেখেছেন। ফিটনেসবিহীন কোনো বাস চলাচল করতে দেখা যাচ্ছে না। এতে জনমনে একদিকে যেমন সন্তোষ দেখা দিয়েছে, ‍তেমনি দুর্ভোগও রয়েছে। কারণ পরিবহন শ্রমিকরা ফিটনেসবিহীন বাস না চালানোয় সড়কে পরিবহনের সংখ্যা কমে গেছে। বিশেষ করে ফিটনেস আছে এমন বাসের সংখ্যা খুবই কম। ফলে সব মিলিয়ে বাস ধর্মঘট না থাকলেও দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন