News71.com
 Bangladesh
 14 Nov 19, 11:08 AM
 868           
 0
 14 Nov 19, 11:08 AM

বগুড়ায় প্রাচীন ধাতব মুদ্রাসহ আটক ৯॥

বগুড়ায় প্রাচীন ধাতব মুদ্রাসহ আটক ৯॥

নিউজ ডেস্কঃ বগুড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রাচীন ধাতব মুদ্রা ও তিনটি নকল ধাতব মেটালসহ আন্তর্জাতিক প্রতারক চক্রের নয় জন সদস্যকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বগুড়া ডিবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আটক নয়জন হলেন- বগুড়া সদর উপজেলার লতিফপুর কলোনি এলাকার মো. আজিজর রহমান (৪৫), শহরদীঘি এলাকার লিটন প্রাং (৩৫), শিবগঞ্জ উপজেলার মো. রুহুল আমিন (৫২), সৈয়দপুর ভাটরা এলাকার মো. সাইদুর রহমান (৫০), নরিয়াল শিয়ালী এলাকার মো. জহুরুল ইসলাম (৪০), গাবতলী উপজেলার তরফসরতাছ এলাকার মো. আবু নাছের (৪০), পদ্দপাড়া এলাকার মো. রোকন উদ্দি গুটুল (৫০), শাজাহানপুর উপজেলার জোড়ামালা এলাকার মো. গোলাম রব্বানী (৪০) ও জয়পুরহাট জেলার কালাই উপজেলার মো. বাছেদ আলী (৩৮)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন