News71.com
 Bangladesh
 10 Nov 19, 06:03 PM
 845           
 0
 10 Nov 19, 06:03 PM

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ ।।

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ ।।

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জ সদর উপজেলার কোনাগাতি এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু’জন নিহত হয়েছেন। রোববার (১০ নভেম্বর) ভোরে সিরাজগঞ্জ-কোড্ডা আঞ্জলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ জানান, ভোরে ওই সড়কের কোনাগাতি ব্রিজের ওপর অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় এবং গুরুতর আহত হন এক ব্যক্তি। এ অবস্থায় আহত ব্যক্তিকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্য হয়। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন