নিউজ ডেস্কঃ নওগাঁর ধামইরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ধারী ভুয়া তিন সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার (১০ নভেম্বর) সকালে উপজেলার বরথা বাজার থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ধামইরহাট সদরের ফজলুর রহমানের ছেলে এখলাছ হোসেন সম্রাট (২০), একই জেলার পত্নীতলা উপজেলার বাবনা বাজার এলাকার গৌর চন্দ্র মণ্ডলের ছেলে আল ইমরান বিকাশ (৩৪) ও একই উপজেলার চকজয়রাম গ্রামের সাঈদ শেখের ছেলে নাহিদ (২৬) স্থানীয়রা জানান, সকালে বরথা বাজারের এক ব্যবসায়ীকে রাস্তায় পথ আটকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে তল্লাশির নামে সব হাতিয়ে নিচ্ছিলেন ওই তিন যুবক। এসময় বুঝতে পেরে ওই ব্যবসায়ী চিৎকার দিলে স্থানীয়রা ডিবি পরিচয়ধারী তিন জনকে আটক করে থানায় খবর দেয়। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডিবির ভুয়া তিন সদস্যকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাই করার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।