News71.com
 Bangladesh
 02 Nov 19, 12:14 PM
 804           
 0
 02 Nov 19, 12:14 PM

বগুড়ায় ক্লিনিক মালিকদের ধর্মঘট॥অস্ত্রোপচার বন্ধ

বগুড়ায় ক্লিনিক মালিকদের ধর্মঘট॥অস্ত্রোপচার বন্ধ

নিউজ ডেস্কঃ বগুড়ায় ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (ক্লিনিক মালিক সংগঠন) ধর্মঘটের ডাকে জেলার সকল ক্লিনিকে অনির্দিষ্টকালের জন্য অস্ত্রোপচার বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (০১ নভেম্বর) দুপুরে বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ করেছে সংগঠনটির নেতৃবৃন্দরা। এদিন রাতে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক জি. এম. সাকলাইন বিটুল জানান, অ্যানেসথেসিয়া ডাক্তারদের অস্ত্রোপচারের আগে ও পরে (প্রি/পোস্ট অপারেটিভ) চেকআপের নামে অ্যানেসথেসিওলজিস্টদের ফি আদায় করা হয়।


সিন্ডিকেট করে ফি আদায় ও ডাক্তারদের যোগ্যতা অনুযায়ী ফি নির্ধারণ না করে অ্যানেসথেসিয়া ডাক্তাররা অযৌক্তিকভাবে ফি নেওয়ার প্রতিবাদে এবং যোগ্যতা অনুযায়ী ফি নেওয়ার দাবি জানিয়ে শুক্রবার দুপুর থেকে জেলার সকল ক্লিনিকে অনির্দিষ্টকালের জন্য অস্ত্রোপচার কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি এম মতিন, আরফিন আহম্মেদ খোকন, সাধারণ সম্পাদক জিএম সাকলাইন বিটুল, আব্দুর রাজ্জাক, আপেল, মুঞ্জুর ইসলাম, আপেল মাহমুদ, আব্দুর রহমান, তাজনুর রহমান, আব্দুল মান্নান, সানোয়ার হোসেন এবং আব্দুর রায়হানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন