News71.com
 Bangladesh
 24 Oct 19, 07:41 PM
 802           
 0
 24 Oct 19, 07:41 PM

গোমস্তাপুর ইউএনও'র নম্বর ক্লোন করে অর্থ দাবি ।। থানায় জিডি

গোমস্তাপুর ইউএনও'র নম্বর ক্লোন করে অর্থ দাবি ।। থানায় জিডি

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ দাবি করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে এ বিষয়টি নিশ্চিত করেন গোমস্তাপুর ইউএনও মিজানুর রহমান। এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।জানা যায়, বুধবার (২৩ অক্টোবর) রাতে ইউএনও’র ক্লোন করা নম্বর থেকে মাধ্যমিক পর্যায়ের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে ফোন দিয়ে ল্যাপটপ বরাদ্দের কথা বলে অর্থ দাবি করে প্রতারক চক্র। বিষয়টি বুঝতে পেরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম তার ফেসবুক পেজে সতর্কতামূলক পোস্ট দেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গোমস্তাপুরের নবাগত ইউএনও মিজানুর রহমান জানান, এ ঘটনায় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন