News71.com
 Bangladesh
 24 Oct 19, 12:35 PM
 805           
 0
 24 Oct 19, 12:35 PM

রাবিতে ছিনতাইয়ের সময় বহিরাগত যুবক আটক॥

রাবিতে ছিনতাইয়ের সময় বহিরাগত যুবক আটক॥

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক শিক্ষার্থীর মোবাইল ছিনতাই চেষ্টার সময় এক বহিরাগতকে মারধর করে পুলিশে দিয়েছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (২৩ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের মুন্নুজান হলের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে রাজশাহী মেডিক্যাল কলেজে (রামেক) ভর্তি করা হয়। বহিরাগত যুবক ফয়সাল উদ্দীন রাহাত মেহেরচণ্ডী পূর্বপাড়ার রহিজ উদ্দীনের ছেলে। তিনি নিজেকে বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের শিক্ষার্থী এবং ২৬ নং ওয়ার্ড ছাত্রলীগের কর্মী দাবি করেন।

তবে ২৬ নং ওয়ার্ড ছাত্রলীগ বলছে, ফয়সাল ছাত্রলীগের কেউ নয়। ছিনতাইয়ের শিকার মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রুবেল কাজী জানান, তিনি তৃতীয় বিজ্ঞান ও রবীন্দ্র ভবনের মাঝের রাস্তা দিয়ে মোবাইল হাতে নিয়ে টুকিটাকির দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল আসে। এতে থাকা দুই যুবকের মধ্যে পেছনের জন থাবা দিয়ে তার হাত থেকে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে। ছিনতাই চেষ্টায় ব্যর্থ হলেও তার হাত থেকে মোবাইলটি পড়ে যায়। এসময় তারা মোটরসাইকেল নিয়ে লাইব্রেরির রাস্তা হয়ে প্যারিস রোডের দিকে চলে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন