News71.com
 Bangladesh
 21 Oct 19, 10:58 PM
 840           
 0
 21 Oct 19, 10:58 PM

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু ।।

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ রাজশাহী নগরীতে ট্রেনে কাটা পড়ে বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে নগরীর ভদ্রা জামালপুর এলাকার রেলক্রসিং এ এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মহানগরীর ধরমপুর এলাকার কামরুজ্জামান রুবেল (৩০) ও তার আড়াই বছরের শিশু কন্যা রুবাইয়া খাতুন। নিহতরা মতিহার থানার ধরমপুর এলাকার বাসিন্দা। ওই সময় বাবা-মেয়ে রেল ক্রসিংটি পার হচ্ছিলেন। খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। রাজশাহী জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৩টার দিকে শিশু কন্যাকে কোলে নিয়ে রেলক্রসিং পার হচ্ছিলেন রুবেল। ওই সময় খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই রুবেল মারা যান। আর শিশু রুবাইয়াকে উদ্ধার করে স্থানীয়রা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ উদ্ধার করে জিআরপি থানায় রাখা হয়েছে। এনিয়ে আইনত ব্যবস্থা নেয়ার কথা জানান ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন