News71.com
 Bangladesh
 16 Oct 19, 11:14 AM
 800           
 0
 16 Oct 19, 11:14 AM

রূপপুরের বালিশকাণ্ডে ১৬ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের প্রতিবেদন দাখিল ।।

রূপপুরের বালিশকাণ্ডে ১৬ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের প্রতিবেদন দাখিল ।।

নিউজ ডেস্কঃ পাবনার রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের বালিশকাণ্ডে প্রকৌশলী মোহাম্মদ মাসুদুল আলমসহ গণপূর্ত অধিদপ্তরের ১৬ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের প্রতিবেদন আদালতে দাখিল করেছে গণপূর্ত মন্ত্রণালয়। প্রতিবেদনে ১৪ জনের বিরুদ্ধে ১৪টি বিভাগীয় মামলা হয়েছে বলে দেখানো হয়। মঙ্গলবার অ্যার্টনি জেনারেল কার্যালয়ে উপসচিব জিল্লুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করে গণপূর্ত মন্ত্রণালয়। আগামী ২০ অক্টোবর বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানির কথা রয়েছে। এর আগে বালিশকাণ্ডের ঘটনায় গণপূর্ত মন্ত্রণালয়ের আরেকটি প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। হাজার পৃষ্ঠার ওই প্রতিবেদনে বিছানা, বালিশ ও আসবাবপত্র কেনায় প্রকৃত মূল্যের চেয়ে ৩৬ কোটি ৪০ লাখ টাকা বেশি দেখানো হয়েছে বলে উল্লেখ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন