News71.com
 Bangladesh
 13 Oct 19, 06:25 PM
 744           
 0
 13 Oct 19, 06:25 PM

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ’র গুলিতে গরু চোরাকারবারি নিহত ।।

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ’র গুলিতে  গরু চোরাকারবারি নিহত ।।

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জহুরুল ইসলাম নামের এক বাংলাদেশি গরুর রাখাল নিহত হয়েছেন। আজ রোববার ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুঠাপাড়া এলাকার আব্দুল কাদিরের ছেলে। স্থানীয়রা জানান, জহুরুল ইসলামসহ বেশ কয়েকজনের একটি দল রোববার মধ্যরাতে মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায়। এ সময় ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ওপারে ভারতের শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে জহুরুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় সহযোগীরা তার লাশ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে। পরে আজ সকালে পরিবারের লোকজন গোপনে জহুরুলের নানা বাড়ি বালটুঙ্গি এলাকায় তার মরদেহ দাফন করে। এ বিষয়ে ৫৩ ব্যাটেলিয়নের বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান খান বলেন, ‘সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়টি আমরা শুনেছি। তবে এ বিষয়ে বিস্তারিত খবর নিয়ে পরে গণমাধ্যমকে জানানো হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন