News71.com
 Bangladesh
 08 Oct 19, 10:45 AM
 808           
 0
 08 Oct 19, 10:45 AM

বগুড়ার ফলবাজারে সুস্বাদু আশ্বিনা আনারস ।।

বগুড়ার ফলবাজারে সুস্বাদু আশ্বিনা আনারস ।।

নিউজ ডেস্ক: বগুড়ার ফলবাজারে রাজত্ব চালাচ্ছে ময়মনসিংহের মধুপুর থেকে আসা আশ্বিনা আনারস। বছরের এ সময়টাতে বিশেষ এ আনারসে ছেয়ে থাকে বগুড়ার ফলবাজার। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় বগুড়া সদরের রেল স্টেশন রোডের ফলপট্টি এলাকায় গিয়ে দেখা গেছে আনারসের মেলা। প্রতিদিন পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে আনা আনারস বগুড়ার ১২টি উপজেলার খুচরা বাজারে বিক্রির জন্য চলে যায়। আশ্বিনা আনারস নামে খ্যাত মৌসুমের এ আনারস অগ্রহায়ণ পর্যন্ত ফলবাজার জুড়ে থাকবে। এর আগে জ্যৈষ্ঠ থেকে শুরু করে আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাস পর্যন্ত রমরমা থাকে আনারসের বাজার। প্রতিটি ট্রাকে ৬ হাজার পিস আনারস থাকে। ৪ ট্রাকে সর্বমোট ২৪ হাজার পিস আনারস প্রতিদিন বগুড়ার ১২টি উপজেলাতে বাজারজাত করা হয় বলে জানান এ ফল ব্যবসায়ী। ময়মনসিংহ জেলার মধুপুর থেকে আনা এ আনারসগুলো আকার আকৃতি ভেদে ৩-৪ ভাগে আলাদা করা হয়। ১ম শ্রেণির আনারস বর্তমানে প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা, ২য় শ্রেণির ২০ থেকে ২৯ টাকা, ৩য় শ্রেণির ১৫ থেকে ১৯ এবং ৪র্থ শ্রেণির ৭ থেকে ১৪ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন