News71.com
 Bangladesh
 07 Oct 19, 10:41 AM
 757           
 0
 07 Oct 19, 10:41 AM

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু ।। বড়াইগ্রামে ২ হাসপাতাল সিলগালা

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু ।। বড়াইগ্রামে ২ হাসপাতাল সিলগালা

নিউজ ডেস্কঃ নাটোরের বড়াইগ্রামে পৃথক দু’টি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় দুই রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতাল দু’টি সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে, একটি হাসপাতালের পরিচালকসহ পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার বনপাড়া হেলথ কেয়ার হাসপাতাল ও সন্ধ্যায় রাজাপুর বাজারের সৌরভ হাসপাতালটি সিলগালা করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার পারভেজ। মৃতরা হলেন বড়াইগ্রাম উপজেলার তালশো গ্রামের রাহাবুল ইসলামের মেয়ে বড়াইগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া খাতুন (১৫) ও ঈশ্বরদী উপজেলার মুলাডুলি গ্রামের নীলা খাতুন (২২)। ইউএনও আনোয়ার পারভেজ জানান, অস্ত্রোপচারের আগে রোগীর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার অভাব ছিল। এ কারণে এমন ঘটনা ঘটেছে। তিনি বলেন, তিনটি কেবিন ও ১৪টি বেড বিশিষ্ট হাসপাতালটিতে পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাব, যন্ত্রপাতি ও দক্ষ জনবল নেই। হাসপাতালটি ২০১৬ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন ছিল। পরে আর নবায়ন করা হয়নি। সার্বিক বিবেচনায় হাসপাতালটি বন্ধ করে সিলগালা করা হয়েছে।

অপরদিকে, রাজপুর সৌরভ হাসপাতাল নামে আরেকটি প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে অ্যাপেনডিসাইটিসের রোগী নীলা ভুল চিকিৎসায় মারা যাওয়ার অভিযোগে তার স্বজনেরা হামলা চালিয়ে চেয়ার-টেবিল, জানালার কাচ ভাংচুর করেন। পরে, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ক্লিনিকেরও কাগজপত্র পরীক্ষা করে ত্রুটি পাওয়ায় সেটি সিলগালা করে দেওয়া হয়। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মৃত সুমাইয়ার মা মোমেনা বেগম বাদী হয়ে হাসপাতালের পরিচালক সুজন মাহমুদসহ পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে, রাজাপুরের ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দেননি। মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন