News71.com
 Bangladesh
 01 Oct 19, 06:23 PM
 781           
 0
 01 Oct 19, 06:23 PM

চাঁপাইনবাবগঞ্জে পাইকারি পেঁয়াজ বাজারে অভিযান ।।

চাঁপাইনবাবগঞ্জে পাইকারি পেঁয়াজ বাজারে অভিযান ।।

নিউজ ডেস্কঃ খুচরা ও পাইকারি বাজারে হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধির প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজের পাইকারি বাজারে আজ মঙ্গলবার অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের পর পেঁয়াজের পাইকারি দর এক লাফে দাম কমেছে প্রতি কেজিতে ১৫ টাকা করে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীনের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ পুরাতন বাজারস্থ পেঁয়াজের পাইকারি বাজারে অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখানে পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৭০ টাকা কেজি দরে। সেই দামেই পেঁয়াজ কিনছিলেন খুচরা ব্যবসায়ীরা। কিন্তু অভিযান শুরুর পর পাইকারি ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্য না নেওয়ার জন্য সতর্ক করেন। এরপরই আগের মূল্য অর্থাৎ ৫৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন জানান, অভিযানে পেঁয়াজের অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় ব্যবসায়ীদের সতর্ক করলে তারা নিজ থেকে স্বাভাবিক মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন