নিউজ ডেস্কঃ নাটোরের লালপুরে ১০০ বোতল ফেনসিডিলসহ মো. বাবু মিয়া (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৫)। শনিবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১২ টার সময় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় র্যাব-৫। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাবু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। শনিবার সন্ধ্যার দিকে লালপুর উপজেলার বড়বাড়িয়া বাজার এলাকায় বাবু মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল। বাবু মিয়া রাজশাহীর চারঘাট উপজেলার রায়পুর গ্রামের মো. হযরত আলীর ছেলে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) ও এএসপি রাজিবুল আহসানের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে বাবুকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল, মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি মোবাইল, দুইটি সিম কার্ড ও মাদক বহনে ব্যবহৃত ব্যাটারি চালিত একটি ভ্যান জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু জব্দকৃত এসব ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল বলে উপস্থিত লোকজনের সম্মুখে স্বীকার করেন। এ ব্যাপারে লালপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।