News71.com
 Bangladesh
 25 Sep 19, 07:11 PM
 841           
 0
 25 Sep 19, 07:11 PM

নওগাঁ জেলা সঞ্চয় অফিসে দুদকের অভিযান, ২৩ লাখ টাকা উদ্ধার !!

নওগাঁ জেলা সঞ্চয় অফিসে দুদকের অভিযান, ২৩ লাখ টাকা উদ্ধার !!

নিউজ ডেস্কঃ নওগাঁয় সঞ্চয়পত্রের আত্মসাৎ হওয়া প্রায় ২৩ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার (২৫ সেপ্টেম্বর) নওগাঁ জেলা সঞ্চয় অফিসে অভিযান চালিয়ে উচ্চমান সহকারী মো. হাছান আলীর আলমারি থেকে এই টাকা উদ্ধার করা হয়। গত বছরের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত জেলা সঞ্চয় অফিসের ২৭ জন গ্রাহকের সঞ্চয়পত্র ক্রয়ের জমা ভাউচার জালিয়াতির মাধ্যমে সঞ্চয়পত্র ইস্যু করে ২ কোটি ৩৭ লাখ আত্মসাতের অভিযোগে অফিস সহায়ক (পিয়ন) মো. সাদ্দাম হোসেনের বিরুদ্ধে, মামলা হয় গত ১৫ জুন। মামলার বাদী হলেন জেলা সঞ্চয় অফিসার মো. নাসির উদ্দিন। দুদক এই মামলার তদন্ত করে।

দুদক জানায়, জেলা সঞ্চয় অফিসের উচ্চমান সহকারী হাছানের আলমারিতে কিছু টাকা লুকিয়ে রাখার তথ্য নিশ্চিত হওয়ার পর অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী বুধবার অভিযান চালিয়ে প্রায় ২৩ লাখ টাকা উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম। তার সঙ্গে ছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর সহকারী পরিচালক মো. আলমগীরসহ অন্যরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন