News71.com
 Bangladesh
 24 Sep 19, 07:12 PM
 818           
 0
 24 Sep 19, 07:12 PM

আকস্মিক বন্যায় চাপাইনবাবগঞ্জে ৫ শতাধিক পরিবার পানিবন্দি॥

আকস্মিক বন্যায় চাপাইনবাবগঞ্জে ৫ শতাধিক পরিবার পানিবন্দি॥

নিউজ ডেস্কঃ আকস্মিক বন্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রায় ৫ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। প্রবল স্রোতের কারণে বেশ কিছু এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। অপর দিকে উপজেলার ৬ টি ইউনিয়নের প্রায় আড়াই হাজার হেক্টর জমির মাসকলাই পানির নিচে তলিয়ে গেছে। যা ইতোমধ্যে নষ্ট হতে শুরু করেছে। ওই এলাকার প্রায় ২শ হেক্টর জমির শীতকালীন সবজিও নষ্ট হয়ে গেছে। পাঁকা এলাকার আব্দুল খলিল নামে এক কৃষক জানান, প্রতি বছর তিনি ৫ থেকে ৭ বিঘা জমিতে মাসকলাই বপন করেন। এবারও তিনি ৭ বিঘা জমিতে মাসকলাই বপন করেছিলেন। কিন্তু অসময়ের বন্যায় জমিগুলো ডুবে গেছে। এতে অধিকাংশ জমির মাসকলাই নষ্ট হয়ে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন