News71.com
 Bangladesh
 14 Sep 19, 01:32 PM
 773           
 0
 14 Sep 19, 01:32 PM

দাঁড়িয়ে থাকা বাসকে অপর বাসের ধাক্কা॥ আহত ৩০ নারী শ্রমিক  

দাঁড়িয়ে থাকা বাসকে অপর বাসের ধাক্কা॥ আহত ৩০ নারী শ্রমিক   

নিউজ ডেস্কঃ পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়াতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অপর একটি বাসের ৩০ জন নারী শ্রমিক আহত হয়েছেন। তারা সবাই ঈশ্বরদী ইপিজেডে কর্মরত বিভিন্ন কোম্পানির শ্রমিক। আহতদের মধ্যে দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টায় ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ঈশ্বরদী-পাবনা মহাসড়কের পাবনা সুগার মিলের সামনে ডিগ্রিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

জানাগেছে আজ শনিবার সকালে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুর পাবনা চিনিকলের সামনে বাসটি স্টপেজ দিয়ে যাত্রী তুলছিল। এ সময় পাবনা থেকে ছেড়ে আসা সোহানী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে লিটন-রিপন পরিবহনে থাকা ৪৮ নারী শ্রমিকের মধ্যে ৩০ জন আহত হয়। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের মধ্যে দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী পাঠানো হয়েছে। ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ও মেডিক্যাল অফিসার শফিকুল ইসলাম শামীম বাংলানিউজকে জানান, দুইজন নারী শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন