News71.com
 Bangladesh
 01 Aug 19, 06:50 PM
 868           
 0
 01 Aug 19, 06:50 PM

জাল টাকা বহনের দায়ে চাঁপাইনবাবগঞ্জে দুজনকে ১০ বছর কারাদণ্ড॥

জাল টাকা বহনের দায়ে চাঁপাইনবাবগঞ্জে দুজনকে ১০ বছর কারাদণ্ড॥

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাল টাকা বহনের মামলায় দুজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চাপড়া উত্তরপাড়া গ্রামের মৃত ভদু মন্ডলের ছেলে এরফান আলী ও ভোলাহাট উপজেলার কালিনগর গ্রামের এমরান আলীর ছেলে সাবের আলী।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, গত ২০১০ সালের ২১ অক্টোবর গোমস্তাপুর উপজেলার তেতুলতলা নন্দীপুর গ্রামে র্যা ব ৫ এর একটি দল অভিযান চালিয়ে ২৫ হাজার জাল টাকাসহ এরফান ও সাবেরকে আটক করে। এ ঘটনায় র্যা্বের তৎকালীন কর্মকর্তা ল্যান্স কর্পোরাল নাসির উদ্দিন বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে ২০১১ সালের ১৬ জানুয়ারি তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন গোমস্তাপুর থানার তৎকালীন ওসি সাঈদ ইকবাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন