News71.com
 Bangladesh
 05 Jul 19, 10:16 PM
 1107           
 0
 05 Jul 19, 10:16 PM

চাঁপাইনবাবগঞ্জে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু॥

চাঁপাইনবাবগঞ্জে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু॥

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাগর (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সাগর ভোলাহাট উপজেলার পোলাডাঙ্গা গ্রামের ইব্রাহিমের ছেলে। ভোলাহাট ফায়ার সার্ভিস স্টেশন লিডার মিজানুর রহমান জানান, পোলাডাঙ্গা গ্রামের একটি গাছে আজ শুক্রবার দুপুর ১২টার দিকে আম পাড়তে উঠে সাগর। এসময় পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে যায় সে। স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন