News71.com
 Bangladesh
 29 Jun 19, 12:34 PM
 900           
 0
 29 Jun 19, 12:34 PM

ধর্মের নামে যারা মানুষ হত্যা করে তারা বিপথগামী॥ রাসিক মেয়র লিটন

ধর্মের নামে যারা মানুষ হত্যা করে তারা বিপথগামী॥ রাসিক মেয়র লিটন

নিউজ ডেস্কঃ রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, কোনো ধর্মই সন্ত্রাস-জঙ্গিবাদ সমর্থন করে না। ধর্মের নামে যারা মানুষ হত্যা করে তারা বিপথগামী। সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ে ‘সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আন্তঃধর্মীয় সংলাপ’ সভায় এসব কথা বলেন মেয়র। সংলাপে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে চেয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের কঠোর অবস্থানের কারণে সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। দেশে আর জঙ্গিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না।

সংলাপে প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আক্তার ও জেলা প্রশাসক হামিদুল হক। ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সাবেক পরিচালক সৈয়দ আমিন উদ্দিন মাহমুদের পরিচালনায় সংলাপে আরও বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক হাবেজ আহমেদ। সংলাপে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট্রানসহ অন্যান্য ধর্মাবলম্বীরা অংশ নেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন