bangladesh
 09 Apr 19, 01:08 PM
 204             0

ফলনশীল আমে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বন্ধে বাগানে পুলিশ মোতায়েনের নির্দেশ॥  

ফলনশীল আমে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বন্ধে বাগানে পুলিশ মোতায়েনের নির্দেশ॥   

নিউজ ডেস্কঃ আগামী সাতদিনের মধ্যে রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বড় আম বাগানগুলোতে পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ক্ষতিকর রাসায়নিকের প্রয়োগ ঠেকাতেই এ নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আড়তগুলো ও বাগানে আমসহ অন্যান্য ফলে রাসায়নিক মেশানো হচ্ছে কি না তা দেখার জন্য জেলা প্রশাসন, পুলিশ ও র্যাবের সমন্বয়ে টিম গঠনের নির্দেশনা দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এই রায় দেয়। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ এ ব্যাপারে আবেদন করে।আবেদনকারী সংগঠনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')