bangladesh
 20 Mar 19, 12:48 PM
 226             0

হানিফ পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩॥আহত ৫

হানিফ পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩॥আহত ৫

নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে হানিফ পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। আজ বুধবার বিকাল সোয়া ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ জানান, বিকালে ঢাকা ও উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের দুটি যাত্রীবাহী বাস একই লেনে ঢুকে পড়লে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও দুজন মারা যান। আহত ৫ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')