News71.com
 Bangladesh
 23 Jan 19, 12:50 PM
 1089           
 0
 23 Jan 19, 12:50 PM

রাসিক মেয়রের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের মতবিনিময়।

রাসিক মেয়রের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের মতবিনিময়।

নিউজ ডেস্কঃ রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে মতবিনিময় করেছেন চীনা রাষ্ট্রদূত এইচ. ই ঝং জু। আজ বুধবার দুপুর ১২টার দিকে তিনি নগর ভবনে আসলে মেয়র তাকে স্বাগত জানান। পরে মেয়রের দফতরে তারা মতবিনিময় করেন। এসময় চাইনিজ রাষ্ট্রদূতকে রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ভিডিওর মাধ্যমে দেখানো হয়। রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক জানান,বর্জ্য ব্যবস্থাপনা,জলাধার সংরক্ষণ,অবকাঠামো ও প্রযুক্তিগত ব্যবহারে রাসিকের সাফল্যগুলো তুলে ধরা হয়। এ খাতে আরও উন্নয়নের জন্য সহায়তা কামনা করা হয়। এছাড়া পাতাল রেলের পরিকল্পনার কথা ভাবছে সিটি করপোরেশন। সেই খাতের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বিশেষজ্ঞ সহায়তা চেয়েছে রাসিক। এর আগে সকালে রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর,রাজশাহী ক্যাডেট কলেজ পরিদর্শন করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন