News71.com
 Bangladesh
 01 Dec 18, 01:52 PM
 1135           
 0
 01 Dec 18, 01:52 PM

রাজশাহী সরকারি স্কুল ভর্তি পরীক্ষা অপরিবর্তিত রাখতে অভিভাবকদের বিক্ষোভ।

রাজশাহী সরকারি স্কুল ভর্তি পরীক্ষা অপরিবর্তিত রাখতে অভিভাবকদের বিক্ষোভ।

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর সরকারি স্কুলগুলোতে তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষা অপরিবর্তিত রাখার দাবিতে অভিভাবকরা বিক্ষোভ করেছেন। আজ শনিবার দুপুরে তারা নগর ভবনের সামনে বিক্ষোভ করেন। পরে তারা জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানান। বিক্ষোভের সময় অভিভাবকরা রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হস্তক্ষেপ কামনা করেন।


আবেদনে অভিভাবকরা উল্লেখ করেন,রাজশাহী নগরীর সরকারি স্কুলগুলোতে তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষা হতে হবে ২০১৪ সালের মতো। ২০১৯ সালের ভর্তি পরীক্ষায় কোনো পরিবর্তন করা যাবে না। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সর্বনিম্ন বয়স করতে হবে সাত বছর। চারটি সরকারি স্কুলে মেধাক্রম অনুযায়ী ভর্তির সুযোগ দিতে হবে। শিক্ষার্থীদের আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং পরীক্ষার ২৪ ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন