News71.com
 Bangladesh
 01 Jul 18, 05:40 PM
 1375           
 0
 01 Jul 18, 05:40 PM

রাসিক নির্বাচনে লিটন-বুলবুলসহ ৫ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ।।

রাসিক নির্বাচনে লিটন-বুলবুলসহ ৫ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ।।

নিউজ ডেস্কঃ আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের জন্য আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন ও বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুলসহ পাঁচজন মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর ভুয়া সমর্থকের স্বাক্ষর দেয়ায় স্বতন্ত্র মেয়রপ্রার্থী মুরাদ মোর্শেদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ রবিবার সহকারী রিটানিং অফিসার আতিয়ার রহমান এসব তথ্য জানান। তিনি আরও জানান,নিয়ম অনুযায়ী স্বতন্ত্রপ্রার্থী হতে ৩০০ জন সমর্থকের স্বাক্ষর প্রয়োজন। সমর্থক তালিকার ফরম পূরণ করা হলেও নাম অনুসারে বেশ কিছু স্বাক্ষরের মিল পাওয়া যায়নি। এ কারণে মুরাদ মোর্শেদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এদিকে,অপর পাঁচ প্রার্থী আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন, বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল, জাতীয় পার্টির ওয়াশিউর রহমান দোলন, বাংলাদেশ জাতীয় পার্টির হাবিবুর রহমান ও ইসলামি আন্দোলনের সফিকুল ইসলামের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। যোগ করেন সহকারী রিটানিং অফিসার আতিয়ার রহমান। তফসিল অনুযায়ী গত ২৮ জুন মেয়র পদে ছয়জন মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ৯ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ হবে ১০ জুলাই। আর ভোটগ্রহণ আগামী ৩০ জুলাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন