News71.com
 Bangladesh
 12 May 18, 08:41 AM
 1137           
 0
 12 May 18, 08:41 AM

রাজশাহীর ২৬৬ জন মুক্তিযোদ্ধার সন্তানকে ভারতের শিক্ষাবৃত্তির চেক প্রদান

রাজশাহীর ২৬৬ জন মুক্তিযোদ্ধার সন্তানকে ভারতের শিক্ষাবৃত্তির চেক প্রদান

নিউজ ডেস্কঃ উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ে অধ্যয়নরত রাজশাহী বিভাগের ২৬৬ জন মুক্তিযোদ্ধার সন্তানকে ‘মুক্তিযোদ্ধা শিক্ষাবৃত্তি’র চেক প্রদান করেছে ভারতীয় হাই কমিশন। আজ শনিবার বেলা ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে তাদের হাতে চেক তুলে দেন যথাক্রমে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান। রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অভিজিৎ চট্টোপ্যাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ডা. আব্দুল মান্নান ও ভারতীয় সহকারী হাই কমিশনের দ্বিতীয় সচিব অজয় কুমার মিশ্র উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক। উল্লেখ্য,দেশের ১০ হাজার মুক্তিযোদ্ধার সন্তানকে ৩৫ কোটি টাকার শিক্ষা বৃত্তি দিচ্ছে ভারতীয় হাই কমিশন। চলতি বছর বৃত্তি প্রকল্পের আওতায় সারাদেশের স্নাতক পর্যায়ের ৪০০ শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন