News71.com
 Bangladesh
 18 Nov 17, 01:20 AM
 1092           
 0
 18 Nov 17, 01:20 AM

নওগাঁয় কালি মন্দিরের মূর্তি ভাংচুর।। তদন্তে নেমেছে পুলিশ  

নওগাঁয় কালি মন্দিরের মূর্তি ভাংচুর।। তদন্তে নেমেছে পুলিশ   

নিউজ ডেস্কঃ নওগাঁর আত্রাই উপজেলার বড়কালিকাপুর কালি মন্দিরের কালি মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বড়কালিকাপুর কালি মন্দিরে এ ঘটনাটি ঘটে। এটা হিন্দু ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী কালি মন্দির। এখানে সকাল সন্ধ্যা পূজা দেয়া হয়। গতকাল শুক্রবার রাতে পূজা শেষে সবাই বাড়িতে চলে যায়। রাতে অন্ধকারে কে বা কারা মন্দিরে প্রবেশ করে কালিসহ তার সাথে থাকা দেবতার মাথা ভাংচুর করেছে।

পরদিন আজ শনিবার ভোর ৫টার দিকে এলাকাবাসী মন্দিরের মূর্তি ভাঙা দেখে থানায় খবর দেন। আত্রাই থানা পুলিশ খবর পেয়ে ওই মন্দির পরিদর্শন করে তদন্তে নেমেছে। তারা মন্দির কমিটির সদস্য ও স্থানীয়দের এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছেন। স্থানীয় মন্দির কমিটির সাথে আলোচনা করার পর প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলেছে। আর দোষীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন