News71.com
 Bangladesh
 24 Jul 17, 06:42 AM
 1165           
 0
 24 Jul 17, 06:42 AM

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল রুপিসহ আটক ২।।

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল রুপিসহ আটক ২।।

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার চৌধুরীপাড়া থেকে ৫ লাখ ৯০ হাজার ভারতীয় জাল রুপিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলো- রংপুর জেলার কোতয়ালী উপজেলার লোকমান মিয়ার ছেলে মেহেদী হাসান ও শিবগঞ্জ পৌর এলাকার চৌধুরীপাড়ার এমাজ উদ্দিনের ছেলে আবদুস সালাম। এসময় তাদের কাছ থেকে জাল টাকা তৈরির প্রিন্টার, ল্যাপটপ, কালার ফ্রেম, সাদা কাগজ, কাগজ শুকানো মেশিন, মেমোরী কার্ডসহ অন্যান্য সরঞ্জামাদী উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান আজ বিকেলে প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার চৌধুরীপাড়া গ্রামের আবদুস সালামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় জাল টাকা ও তৈরির বিভিন্ন উপকরণসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন