News71.com
 Bangladesh
 24 Jul 17, 04:40 AM
 1146           
 0
 24 Jul 17, 04:40 AM

নওগাঁর মান্দায় ট্রাকের ধাক্কায় নিহত মা-ছেলে।।

নওগাঁর মান্দায় ট্রাকের ধাক্কায় নিহত মা-ছেলে।।

নিউজ ডেস্কঃ নওগাঁর মান্দা উপজেলায় ট্রাকের ধাক্কায় অসীমা রানী (২৪) ও তার নয় মাসের ছেলে বিজয় রায় নিহত হয়েছে। আজ দুপুর ১টার দিকে উপজেলার সাতবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অসীমা রানী জেলার বদলগাছী উপজেলার রামায়ন চন্দ্রের স্ত্রী।

স্থানীয়রা জানান, দুপুরে স্ত্রী-সন্তানকে মোটরসাইকেলে নিয়ে বদলগাছী থেকে মান্দা যাচ্ছিলেন রামায়ন। পথে সাতবাড়িয়া এলাকায় মান্দা থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন