News71.com
 Bangladesh
 22 Jul 17, 09:54 AM
 1151           
 0
 22 Jul 17, 09:54 AM

রাজশাহী কলেজের ছাত্রাবাস থেকে ছাত্রের লাশ উদ্ধার।।

রাজশাহী কলেজের ছাত্রাবাস থেকে ছাত্রের লাশ উদ্ধার।।

নিউজ ডেস্কঃ রাজশাহী কলেজের ছাত্রাবাস থেকে মনিরুল ইসলাম (২৩) নামে হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে নগরীর সোনাদীঘি এলাকার এসএস ছাত্রাবাস থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।এসএস ছাত্রাবাসের ৬০৪ নম্বর কক্ষে থাকতেন মনিরুল। তিনি নাটোরের সিংড়া উপজেলার মাঝগ্রামের রফিকুল ইসলামের ছেলে। এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, দুই সিটের একটি রুমে থাকতেন মনিরুল। বিকেলে তার রুমমেট বাইরে যান। রাত ৯টার দিকে তিনি ছাত্রাবাসে ফিরে দেখেন তাদের কক্ষ ভেতর থেকে বন্ধ। এ সময় অনেক ডাকাডাকি করেও মনিরুলের সাড়া পাওয়া যায়নি। অসংখ্যবার মুঠোফোনে ফোন দেওয়া হলেও ফোনটি রিসিভ হয়নি। পরে ছাত্ররা বিষয়টি ছাত্রাবাসের মালিককে জানান।

এরপর ছাত্রাবাসের মালিক পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে মনিরুলের অভিভাবকদের খবর দেন। রাতে মনিরুলের বাবা-মা রাজশাহী গেলে তাদের উপস্থিতিতেই দরজা ভাঙা হয়।এ সময় কক্ষের ভেতর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মনিরুলের লাশ পাওয়া যায়। লাশটি একটি বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল। পরে সেটি উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন