News71.com
 Bangladesh
 20 Jul 17, 10:58 AM
 1259           
 0
 20 Jul 17, 10:58 AM

নওগাঁর সীমান্তে ফের দুই বাংলাদেশি গরু চোরকারবারী আটক বিএসএফের হাতে।।

নওগাঁর সীমান্তে ফের দুই বাংলাদেশি গরু চোরকারবারী আটক বিএসএফের হাতে।।

নিউজ ডেস্কঃ নওগাঁর সাপাহার সীমান্তে ফের দুই বাংলাদেশি গরু চোরাকারবারীকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের ওপারে ভারতীয় আদাডাঙ্গা ৬০ বিএসএফ তাদেরকে আটক করে থানায় সোপর্দ করেছে। সূত্র জানায়,গতকাল বুধবার রাতে উপজেলার কলমুডাঙ্গা বলদিয়াঘাট গ্রামের মো. সাদেকুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২৮) ও কলমুডাঙ্গা চৌমহনী এলাকার আব্দুল এর ছেলে ফিরোজ কবির (২২) সীমান্ত পেরিয়ে ভারত অভ্যন্তরে গরু আনতে যায়। ভোরে তারা গরু নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে ভারতের আদাডাঙ্গা ৬০ বিএসএফ’র টহল দল তাদেরকে ধাওয়া করে ধরে ফেলে। সকালে ঘটনা জানাজানি হলে কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সানোয়ার হোসেন বাংলাদেশি গরু ব্যাবসায়ীদের ফেরত চেয়ে আদাডাঙ্গা বিএসএফকে চিঠি পাঠায়।

ফলে দুপুরে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে সীমান্তের ২৩৯ নং মেইন পিলার এলাকায় এক পতাকা বৈঠক বসে। দুপুর ২টা ৩০ মিনিট হতে সাড়ে ৩টা পর্যন্ত ঘণ্টাব্যাপী পতাকা বৈঠকে বাংলাদেশি গরু ব্যবসায়ীদের ফেরত পাঠানোর বিষয়ে বিএসএফ জানায় যে তাদেরকে আটক করার পর বামন গোলা থানায় সোপর্দ করা হয়েছে এজন্য তাদেরকে ফেরত পাঠানো সম্ভব নয়। এ বিষয়ে কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সানোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। উল্লেখ্য গতকাল বুধবার ভোরে একই সীমান্তে কলমুডাঙ্গা ও কাড়িয়াপাড়া গ্রামের মাহাবুর এবং মোজাম নামের ২ বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ভারতের সনঘাট ৬০ বিএসএফ ক্যাম্পের সদস্যরা আটক করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন