নিউজ ডেস্কঃ কুমিল্লার লালমাইয়ে মসজিদের ইমামকে পানিতে চুবানোর হুমকি দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফোরকান এলাহি অনুপমকে রাঙামাটিতে বদলি করা হয়েছে। রোববার চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামিম আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোরকান এলাহি অনুপমকে রাঙামাটি জেলার বরকল উপজেলায় বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে ফেনীর ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশকে লালমাই উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করতে বলা হয়েছে।
এর আগে গত ১৩ অক্টোবর শুক্রবার লালমাই উপজেলার ভাটরা কাছারিবাড়ি জামে মসজিদে জুমার নামাজ পড়তে যান ফোরকান এলাহি। পরিচয় না জানায় নামাজ শুরুর আগে ইউএনওকে কাতারে একটু সরে দাঁড়াতে বলেন ইমাম ও মুয়াজ্জিন। এতে ইউএনও তাদের ওপর ক্ষিপ্ত হন। নামাজ শেষে ইমামকে পুকুর পাড়ে ডেকে তাকে পানিতে চুবানোর হুমকি দেন ইউএনও। নির্দেশ আসে চাকুরি ছাড়ার। তবে এ ঘটনার দুইদিন পর সানে সাহাবা কেন্দ্রীয় কমিটি ও কুমিল্লা জেলা ইমাম সমিতির উপস্থিতিতে জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বিষয়টির সমাধান করেন। তখন ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেন ইউএনও।